আবারও পাতানো নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে আ’লীগ : মির্জা ফখরুল

- আপডেট সময় : ০৭:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ আবারও পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। নিয়ম ভেঙ্গে পুলিশের এসআইয়ের হাতে তুলে দিয়েছে চাইনিজ রাইফেল। সে কারণে তারা আবারও বিরোধী দলের ওপর চড়াও হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান, মির্জা ফখরুল।
নারায়ণগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচিকে কেন্দ্র দলীয় নেতা-কর্মীদের পুলিশ ও আওয়ামী লীগের নির্যাতনের তথ্য জানাতে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আগামী নির্বাচনে মাঠ খালি রাখতে হামলা করছে আওয়ামী লীগ সরকার।
আন্দোলনে জনসম্পৃক্ততা দেখে আওয়ামী লীগ ঘাবড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
গুম, খুন, অপহরণসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘকে অবহিত করা হবে বলে জানান, মির্জা ফখরুল।