আফরিন জুটমিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে আলাল নামে এক শিশু শ্রমিককে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৬০৮ বার পড়া হয়েছে
বগুড়ার কাহালুতে উপজেলার আফরিন জুটমিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে আলাল নামে এক শিশু শ্রমিককে হত্যা করা হয়েছে।
এঘটনায় অপর শ্রমিক যতন চন্দ্রকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে আফরিন পাটকলে আলাল নামের এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস দেয়া হয়। এতে আলাল গুরুতর অসুস্থ্ হয়ে পড়লে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সন্ধ্যায় তার মৃত্যু হয়। মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।আলালের বাড়ি কাহালু উপজেলার ঢাকন্তা গ্রামে।