আফগানিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা ১৫ বাংলাদেশির মধ্যে ১২ জন শনিবার দুই দফায় কাতারে পৌঁছেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
আফগানিস্তান থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা ১৫ বাংলাদেশির মধ্যে ১২ জন শনিবার দুই দফায় কাতারে পৌঁছেছেন। বাকি তিনজন কাবুল রয়েছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।
গত বৃহস্পতিবার কাবুল থেকে ওই ১৫ বাংলাদেশির সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ শিক্ষার্থীরও বাংলাদেশে আসার কথা ছিল। এসব আফগান শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন শনিবার কাতারে পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন। রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে আফগান শিক্ষার্থীসহ তারা দেশে ফিরবেন।
কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ১৫ বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের বাংলাদেশে আসার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে।




















