আফগানিস্তানে তালেবানের সঙ্গে চলা সংঘর্ষে নিহত অন্তত ২০ জন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আফগানিস্তানের হেরাত শহরে তালেবানের সঙ্গে চার দিন ধরে চলা সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর ১৬ সদস্যসহ নিহত হয়েছে অন্তত ২০ জন।
সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৯০ জন। শহরটিতে তালেবানকে প্রতিরোধ করতে কাবুল থেকে বাড়তি সৈন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির গুরুত্বপূর্ণ তিনটি শহরের নিয়ন্ত্রণ নিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ আরও মারাত্মক রূপ নিয়েছে ।
এদিকে, লস্করগাহের বেশির ভাগ এলাকা এরই মধ্যে তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে বলে জানিয়েছে বিভিন্ন নিরাপত্তা সূত্র। হেলমান্দ প্রদেশের একপার্লামেন্ট সদস্য জ়ানান, সহায়তা না পেলে যেকোনো সময় শহরটি তালেবানের নিয়ন্ত্রণে চলে যাবে । অন্যদিকে, কান্দাহারে একটি ট্যাক্সিতে তালেবানের হামলায় ৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে ।