আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সাইকেল এবং নৌকা রেলী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও গাইবান্ধায় সাইকেল এবং নৌকা রেলী অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে সাইকেল রেলী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চিলমারী উপজেলা পরিষদ চত্ত্বরে রেলীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ্। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক ব্যবস্থাপক একেএম সাখাওয়াত হোসেন ও প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ লাবিবুল ইসলাম। রেলীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা দেয়া হয়েছে। সকালে সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মামুন উর রশিদ ও প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম।
এদিকে, গাইবান্ধা আন্তজাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষে নৌকা রেলী অনুষ্ঠিত হযেছে। সকালে বালাসিঘাটে বেলুন উড়িয়ে উদ্ধোধন করেন জেলা ত্রাণ ও পূনবাসন কর্মকর্তা ইদ্দিস আলী।



















