আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে মালিক শ্রমিকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে মালিক শ্রমিকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান এবং মহিলা কর্মজীবী হোস্টেলসহ ০৮টি নব নির্মিত স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোন বিশেষ মহলের উস্কানিতে সহিংসতার পথে গিয়ে শ্রমিকরা যেন নিজের ও দেশের ক্ষতি না করেন। মালিকদেরও উচিত শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়নে মনোযোগী হওয়া। নিরাপদ ও শোভন কর্মপরিবেশ, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং দক্ষ শ্রমশক্তি ব্যবহারের জন্য শিল্পদ্যোক্তাদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।