আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হন শীর্ষ সন্ত্রাসী মামুন : ডিবি প্রধান
- আপডেট সময় : ০২:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হন শীর্ষ সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন-মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত আছে কিনা তা তদন্ত চলছে। বুধবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম।
পুরান ঢাকায় প্রকাশ্যে গুলি করে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে হত্যার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর ২৯ মধ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা ২ জন শুটারসহ ৫ জনকে। উদ্ধার করা হয় অস্ত্র, গুলি,টাকাসহ হত্যায় জড়িত মোটরসাইকেল।
সংবাদ সম্মেলনে ডিবি জানায়, হত্যার জন্য মাত্র ২ লাখ টাকার চুক্তি হয় শুটারদের সাথে। এই হত্যায় এখন পর্যন্ত ৯ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। যাদের মধ্যে মূল অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রনি পলাতক আছে।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, আন্ডারওয়াল্ডের দ্বন্দে এর আগেও একাধিকবার রনি, মামুনকে হত্যার পরিকল্পনা করে। সবশেষ হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা।
ডিবি প্রধান আরও বলেন, ৫ আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেয়ে নানা ধরনের অপকর্ম করছে তাদের বিষয়েও ডিবি তৎপর আছে ।
১৩ নভেম্বর নিয়ে দেশবাসীকে কোন চিন্তা না করার আহবান জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান তিনি।




















