আনসার আল ইসলামের আট সদস্যের ফাঁসির আদেশ দিয়েছে আদালত
- আপডেট সময় : ০২:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৮৭৪ বার পড়া হয়েছে
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় বরখাস্তকৃত মেজর জিয়াসহ আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন-আনসার আল ইসলামের আট সদস্যের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
। জাগৃতি প্রকাশনীর স্বত্তাধিকারী প্রকাশক ও লেখক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় ছয় আসামিকে বুধবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি দুই আসামি চাকুরিচ্যুত মেজর জিয়া ও আকরাম হোসেন পলাতক রয়েছেন। দুপুর ১২টার দিকে ৬ আসামির উপস্থিতিতে বিচারক মোহাম্মদ মজিবুর রহমান ৫৩ পৃষ্ঠার বিস্তারিত রায় পড়া শুরু করেন। রায়ে আট আসামির ফাঁসির আদেশ হয়েছে। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। রায়ের পর্যবেক্ষণ অংশে বলা হয়েছে, আনসার আল ইসলামের সাংগঠনিক তৎপরতা বিস্তার করতেই দীপনকে হত্যা করা হয়।
















