আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর হাইমচরে এক যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ১৬৪২ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর হাইমচরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ মোবারক গাজী নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ড বাংলাবাজার এলাকার ভিঙ্গুলিয়া হাফিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মিজানের ছেলে, রাজন খান, মোহন খানসহ পাঁচ থেকে ছয়জন প্রতিপক্ষের ওপর চাকু নিয়ে হামলা করেন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোবারক গাজীকে মৃত ঘোষণা করেন























