আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক নারী নিহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
 - / ১৫৬৭ বার পড়া হয়েছে
 
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে প্রতিপক্ষের বল্লমের আঘাতে এক নারী নিহত। আহত হয়েছেন অনন্ত ৫ জন। জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও জুলফিকার কাইসার টিপুর সমর্থকদের মাঝে ঝামেলা চলছিল। রোববার সকালে ভাটবাড়িয়া গ্রামের টিপুর সমর্থক জালালউদ্দিনের বাড়িতে হামলা চালায় মামুনের সমর্থক অর্ধশত লোকজন। তাদের হাতে ছিলো রামদা, বল্লম ও লাঠিসোটা। হামলার সময় জালাল উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম ছেলেদের বাঁচাতে গেলে হামলাকারীদের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
																			
																		














