আদালতকেও বিরোধীদল নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আদালতকেও বিরোধীদল নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার, অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একযুগের বেশি সময় ধরে দলের চেয়ারপার্সন এই সরকারের নির্যাতনের শিকার।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি। অগণতান্ত্রিক সরকারের হাত থেকে দেশকে রক্ষ করতে হবে উল্লেখ করে গয়েশ্বর রায় আরো বলেন, গোটা জাতিকে স্বাধীনতার চেতনাবোধ থেকে দূরে রাখছে সরকার। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগেই সাতক্ষীরার নোয়াগাঁওয়ের লোক গ্রামছাড়া। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের কি মর্মার্থ? প্রশ্ন রাখেন গয়েশ্বর চন্দ্র রায়। বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের রোগমুক্তি কামনায় এই দোয়া মাহফিলে আয়োজন করা হয় ।