আট বিভাগের পুরানো হাসপাতাল ১ হাজার বেডে উন্নীত হবে : স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
দেশের আটটি বিভাগের পুরানো হাসপাতাল ১ হাজার বেডে উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। সকালে বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শনের সময় তিনি একথা বলেন।
পরিদর্শনের সময় হাসপাতালের ফ্লোরে রোগীদের চিকিৎসা নিতে দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, অবকাঠামোগত কারণে সেবা বিঘ্নিত হচ্ছে। তবে ঘরে-ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকারের সব ধরনের পরিকল্পনা গ্রহণ করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী বরিশাল বিভাগের সর্বস্তরের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এর আগে নগরীর আমানতগঞ্জ এলাকায় নির্মানাধীন ২’শ শয্যার শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল এবং নগরীর বান্দ রোড এলাকায় ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন।