আটলান্টিক কাউন্সিলে বাংলাদেশের অবনমন বিশ্বাসযোগ্য নয় : কাদের
- আপডেট সময় : ০৬:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৮৬৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের অবনমন বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসঙ্গে ওবায়দুল কাদের মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র সূচকে কত ধাপ পিছিয়েছে তা রাষ্ট্রদূত পিটার হাসের কাছে জানতে চেয়েছেন। ধানমন্ডিতে রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। প্রকাশ্যে বিরোধিতা করলেও বিএনপি’র অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নেবেন বলেও জানান ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
স্বাধীনতা সূচকে বাংলাদেশ ২৫ ধাপ পেছনো প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র কতধাপ পিছিয়েছে?
ইরান-ইসরাইল সংঘর্ষ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে।
৮ মে উপজেলা নির্বাচনে মন্ত্রী- এমপিদের প্রভাব বিস্তার না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।






















