আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ-ভারত একযোগে কাজ করবে : পররাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ-ভারত একযোগে কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আসামের গুয়াহাটিতে বাংলাদেশ-ভারত নদী সম্মেলন শেষে দেশে ফিরে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরবর্তী বিশ্ব পরিস্থিতি নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, নতুন কোন জোট গঠনের কথা ভাবা হচ্ছে না। তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি ১১ বছর ধরে ঝুলে থাকা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি। নদী সম্মেলনে বাংলাদেশ-ভারতের মধ্যকার অভিন্ন ৫৪টি নদীর অমীমাংসিত বিষয়গুলো সচল করার প্রস্তাব দেয়া হয়েছে। সব প্রস্তুতি চূড়ান্ত করে ১৮ জুন থেকে জেসিসি বৈঠক হতে পারে বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী এ কে মোমেন।
























