আজ ১৭ মার্চ; স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী

- আপডেট সময় : ০১:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৭৬২ বার পড়া হয়েছে
আজ ১৭ মার্চ। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী। শৈশবে বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছেন কাজী সোহরাব। এমনকি বঙ্গবন্ধুর মরদেহ দাফনের সময়ও উপস্থিত ছিলেন তিনি।
১৯২০ এর ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছোট বেলায় মা-বাবা আদর করে ডাকতেন ‘খোকা’ বলে। মুক্তি আর সংগ্রামের নেতৃত্ব দিয়ে সেই খোকা বাংলার মানুষের কাছে হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ডাকে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাক হানাদারের কাছ থেকে লাল-সবুজের পতাকা ছিনিয়ে আনে বীর বাঙ্গালি।
বঙ্গবন্ধুর সামাধি সৌধ কমপ্লেক্সের কাছেই থাকেন মো: কাজী সোহরাব। বয়স এখন ৮৫। স্মৃতি শক্তি কমার পাশাপশি চলাফেরায়ও নেই গতি। শৈশবে খুব কাছ থেকে দেখেছেন বঙ্গবন্ধুকে। তিনি বলেন, সদা হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধু বাড়ির পাশের পুকুরে সবার সাথে গোসল করতেন। সহপাঠিদের নিয়ে মাঠে দাপিয়ে বেড়াতেন তিনি। কলেজে পড়ার সময় বাড়ি এলে গবীর-দু:খিদের নিজের গোলার ধান বিলিয়ে দিতেন।
পরিণত বয়সে টুঙ্গিপাড়ায় এলে সবাইকে নিয়ে রাজনৈতিক বৈঠক করতেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে শেষ বিদায় দেয়ার আয়োজনেও অংশ নেন তিনি। বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান, কাজী সোহরাব হোসেন।