আজ সকাল থেকে যশোর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
আজ সকাল থেকে যশোর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ গণবিজ্ঞপ্তিতে লকডাউন করেন।
সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, রোববার পর্যন্ত যশোর জেলায় ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন চিকিৎসক ও ৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্ত রোগীদের মধ্যে ৬ জনকে হাসপাতালে এবং বাকীদের বাড়িতে রেখেই চলছে চিকিৎসা। এমন অবনতিশীল পরিস্থিতিতে জেলা করোনাভাইরাস প্রতিরোধ সমন্বয় কমিটির এক সভায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়।