আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের ১৪তম অধিবেশন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
আজ শুরু হচ্ছে জাতীয় সংসদের ১৪তম অধিবেশন। বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেন ৷
এটি চলতি বছরের চতুর্দশ অধিবেশন। অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। করোনা পরিস্থিতির কারণে অধিবেশন সংক্ষিপ্ত করা হবে। অধিবেশনটি সর্বোচ্চ চার থেকে পাঁচ কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনা পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত অন্যান্য বারের মতোই এ অধিবেশনে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা।