আজ মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ইতালি

- আপডেট সময় : ০১:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ইউরোর ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ইতালি। আসরে কোন দল জিতবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ইতালি সাফল্য পেতে মুখিয়ে। আর ৫৫ বছরের শিরোপা খরা কাটিয়ে প্রথমবার ইউরোপসেরা হতে চায় ইংলিশরা।
অবশ্য স্বাগতিক হিসেবে কিছুটা এগিয়ে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতেনি ইংল্যান্ড। গত বুধবার সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গ্যারেথ সাউথগেটের দল। অন্যদিকে, তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে ইউরোর অভিযান শুরু করেছিল ইতালি। এ পর্যন্ত রবার্তো মানচিনির অধীনে টানা ৩৩ ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড গড়েছে। অবশ্য বড় কোনো টুর্নামেন্টে এখনো ইতালিকে হারতে পারেনি ইংল্যান্ড। ২০১২ সালে ইউরোর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইতালি জয়ী হয়েছিল। এরপর ২০১৪ সালে বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালিই জিতেছিল ২-১ গোলে। যদিও দুটি দলই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। চারবারের বিশ্বকাপ জয়ীরা সর্বশেষ ১৯৬৮ সালে তাদের একমাত্র ইউরো শিরোপা হাতে তুলেছিল। রোববারের ম্যাচটি বড় কোনো আসরে তাদের ১০ম ফাইনাল।