আজ ফেলানী হত্যার ১০ বছর

- আপডেট সময় : ০২:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১৮১৪ বার পড়া হয়েছে
আজ ফেলানী হত্যার দশ বছর। সীমান্তে বিএসএফ’র গুলিতে কাঁটাতারে ঝুলে থাকার দৃশ্য এখনও তাড়া করে বেড়ায় ফেলানীর বাবা-মাকে। দীর্ঘ এক দশক ধরে ভারতের উচ্চ আদালতের দিকে ন্যায় বিচার পাবার আশায় তাকিয়ে আছেন তারা।
তাদের প্রত্যাশা, ভারতের সুপ্রিম কোর্টে ফেলানীকে হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষের শাস্তি মিলবে। ফেলানী হত্যার দশম বার্ষিকীতে এমনটাই জানিয়েছেন তার বাবা নুর ইসলাম ও মা জাহানারা বেগম। ২০১১ সালের ৭ জানুয়ারি হালকা কুয়াশা ঘেরা সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবা নুর ইসলামের সঙ্গে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে দেশে ফিরছিল ফেলানী। তার বাবা সীমান্তের কাটা তার অতিক্রম করতে পারলেও পেছনে থাকা ফেলানীকে লক্ষ্য করে বিএসএফ সদস্য অমিয় ঘোষ গুলি করেন, ঘটনাস্থলেই মারা যায় কিশোরী ফেলানী। এদিকে, আজ নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনীটারী গ্রামে নিজ বাড়িতে ফেলানীর রূহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে তার পরিবার।