আজ পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে আজ পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। অন্যদিকে লিভারপুলের মুখোমুখি হবে লাইপ-জিগ। দুটি ম্যাচই শুরু হবে রাত ২টায়।
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রোমাঞ্চকর ম্যাচ, বার্সেলোনা-পিএসজি লড়াই। গেল আসরের রানার্সআপ পিএসজির একটাই টার্গেট, ক্লাব ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের গৌরবগাঁথা লেখার। গেলবারের ফাইনালে বায়ার্নের কাছে স্বপ্ন পুড়েছিল পিএসজির। এবার আবারো ইউরোপ সেরার হওয়ার সুযোগ এসেছে তাদের সামনে। শেষ আটে নাম লেখাতে হলে বার্সেলোনাকে জিততে হবে অনন্ত চার গোলের ব্যবধানে। প্রথম লেগে পিএসজির বিপক্ষে ৪-১ গোলে হেরে সমীকরণ কঠিন করেছে মেসি-গ্রিজম্যানরা। এদিকে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পোর্তোর বিপক্ষে ৩-২ গোলে জয় পেলেও অ্যাওয়ে গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে জুভেন্টাস।























