আজ নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৬৮২ বার পড়া হয়েছে
নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।
দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর পর গাজীপুরের নুহাশপল্লীতে সমাহিত হন তিনি।দিনটি উপলক্ষে নুহাশপল্লীতে মিলাদ মাহফিল, কোরানখানি, কবর জিয়ারত ও পুষ্পাঞ্জলি অর্পণসহ নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে লেখকের প্রয়ান দিবস। ২০১২ সালের ১৯ জুলাই দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২৪ জুলাই চির নিদ্রায় শায়িত হন তার প্রিয় স্থান নুহাশ পল্লীতেই। এখানে লিচু বাগানের নিচে তাকে কবর দেয়া হয়। লেখককে স্মরণ করতে সারা বছরই দেশ-বিদেশে থেকে তাঁর সমাধি প্রাঙ্গনে ছুটে যান ভক্ত অনুরাগীরা।



























