আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বই মেলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বই মেলা। মহামারি কোভিড-১৯’র কারণে বইমেলা পিছিয়ে এবার শুরু হচ্ছে স্বাধীনতার মাসে। বেলা ৩টায় গণভবন থেকে ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু রচিত ‘আমার দেখা নয়াচীন’ বইটির ইংরেজিতে অনূদিত ‘নিউ চায়না ১৯৫২’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বাংলা একাডেমি আয়োজিত এবারের বইমেলার প্রতিপাদ্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ দেয়া হবে। ২৮ দিনব্যাপী বইমেলা চলবে স্বাস্থ্যবিধি মেনে। এ কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতে মেলার পরিসর এবার দ্বিগুণ করা হয়েছে। বইমেলা শেষ হবে ১৪ এপ্রিল।