আজ থেকে বাউল সমাট্র লালন সাঁইর মাজারে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী দোলপুর্ণিমা উৎসব

- আপডেট সময় : ০৬:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
দুই বছর পর আজ থেকে বাউল সমাট্র লালন সাঁইর মাজারে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী দোলপুর্ণিমা উৎসব। এ খবর জেনে দলে দলে লাল-সাদা পোশাকে সাধু-গুরু বাউল, দর্শনার্থীদের ভিড় করছেন পুরো মাজার প্রাঙ্গণ জুড়ে।
কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়ায় করোনার কারণে দুই বছর বন্ধ ছিল তিনদিন ব্যাপী লালন উৎসব।
দুই বছরের ক্লেশ কাটিয়ে উৎসবে যোগ দিতে জড়ো হয়েছেন ভক্ত সাধুরা।
বাউল সমাট্র লালন সাঁই হচ্ছেন কুষ্টিয়া তথা বাংলাদেশের ঐতিহ্য। এ বছর কুষ্টিয়া বেড়াতে গিয়ে তিনদিনের উৎসবে যোগ দেয়ার সুযোগ হাত ছাড়া করেন নি অনেকে।
উৎসবকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মেলায় রয়েছে সাদা পোশাকের পাশাপাশি পোশাকধারী আইনশৃংলাবাহিনীর সদস্যরা। জানালেন জেলা পুলিশ সুপার।
লালন একাডেমী ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে লালন মাজারের বাইরে লালন মঞ্চে আলোচনা সভা, লালন সংগীত ও লালন মেলা সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।