আজ থেকে চার ঘণ্টা করে বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
আজ থেকে প্রতিদিন চার ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। সন্ধ্যা ছ’টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস কেনা-বেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ ঠিক রাখতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়। পরে, সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। তারা ছয় ঘণ্টার বদলে দৈনিক তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দেয়। গত মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো বাংলার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন তারা। এরই পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।