আজিমপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হাবীবুল্লাহ সিরাজী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
রাজধানীর আজিমপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বাংলা একাডেমির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত কবি হাবীবুল্লাহ সিরাজী।
এরআগে বাংলা একাডেমি প্রাঙ্গণে সকাল ১০টায় শ্রদ্ধা জানানো শেষে হাবীবুল্লাহ সিরাজীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্র মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাবীবুল্লাহ সিরাজী।বহু কাব্যগন্থ ও উপন্যাসের রচয়িতা হাবীবুল্লাহ সিরাজী, ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০৭ সালে বিষ্ণু দে পুরস্কার, ২০১০ সালে রূপসী বাংলা পুরস্কার এবং কবিতালাপ সাহিত্য পুরস্কার এবং ২০১৬ সালে একুশে পদকসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।