ঈদ ছুটিশেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকামুখী মানুষের ঢল

- আপডেট সময় : ০২:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ঈদের ছুটিশেষে কর্মস্থলে ফিরতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাঁঠালবাড়ি ঘাটে আজও ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়।
কাল খুলছে সরকারি-বেসরকারি সব অফিস। গার্মেন্টস খুলেছে আরও আগেই। ফলে সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়ায় রাজধানীমুখী মানুষের উপচে পড়া ভীড় রয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় চরম দুর্ভোগ নিয়ে ফিরছেন যাত্রীরা। রিক্সা, ভ্যান, অটোবাইক, পিকাপ, প্রাইভেটকার, মটর সাইকেলে চরম করোনা সংক্রমণ ঝুঁকি নিয়েই ফিরছেন হাজারও শ্রমিক। এ সুযোগে ব্যক্তিগত যানবহান চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।
মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া ফেরিঘাটে মানুষের শ্রমজীবী মানুষের ভিড় বেড়েছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় কর্মস্থলে ফেরা মানুষের প্রচুর চাপ দেখা রয়েছে। শিমুলিয়াঘাট হয়ে ফেরি দিয়ে ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার মানুষের চাপও অনেকটাই কম। আগামী কাল রবিবার খুলে যাবে সকল অফিস। তাই শেষ সময়ে কর্মস্থলে ফিরছে মানুষ। সকাল থেকে ১৫টি ফেরি চলছে এনৌরুটে । ফেরিগুলো অনবরত পার করছে যাত্রী ও গাড়ি। এদিকে সকাল থেকে পদ্মা কিছুটা উত্তাল। প্রচুর বাতাস রয়েছে। এদিকে এখনও সচল হয়নি গণপরিবহন।
এদিকে, কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে শনিবার বেলা বাড়ার সাথে সাথে ঈদের ছুটি শেষে ফেরিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মস্থমুখী যাত্রীদের ঢল নেমেছে। ঢাকাগামী যানবাহনের চাপও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ফেরিতে গাদাগাদি করে যাত্রী পার হচ্ছে। তবে ফেরিগুলোতে আগে যানবাহন লোড করে পরে যাত্রী উঠানোর চেষ্টা করছে পুলিশ। তবে যাত্রী চাপে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়ছে। এই নৌরুটে সকাল থেকে ১৪টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে।