আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ প্রার্থীর প্রার্থীতা বাতিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল খালেকের প্রার্থীতা বাতিল করা হয়েছে। থেমে গেছে প্রচারণা, ফাঁকা পড়ে আছে নির্বাচনী ক্যাম্প। আপিলে প্রার্থীতা ফিরে পাবার আশা সমর্থকদের।
নির্বাচনী ক্যাম্পগুলোতে কর্মী-সমর্থকদের কোলাহল নেই। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্যাম্পগুলো ফাঁকা। সমর্থকদের মাঝেও নেই উৎসাহ। তবে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রার্থীতা ফিরে পাবার আশা সমর্থকদের। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার নৌকার প্রার্থী আব্দুল খালেকের প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের উপর দুই দফায় হামলা, মারধর ও ভাংচুরের অপরাধের সত্যতা পাওয়ায় তার প্রার্থী বাতিল করা হয়।