আগুন নিয়ে খেলার পরিণাম ভালো হবে না : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৮:২৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিএনপি নেতাদের আবারো হুঁশিয়ার করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগুন নিয়ে খেলার পরিণাম ভালো হবে না। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সংলাপের নামে সাইনবোর্ড সর্বস্ব কিছু দলের সাথে বৈঠকে ষড়যন্ত্র করছে বিএনপি। ঢাকায় আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকার দুই সিটি মেয়রের সঙ্গে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে যৌথসভায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বৈঠকে তিনি অভিযোগ করেন, ছাত্রদলকে দিয়ে ক্যাম্পাসে অরাজকতার পাশাপাশি রাজপথ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বিএনপি।
শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রসঙ্গে মহাসচিবসহ বিএনপি নেতাদের উদ্দেশ্যেও কঠোর হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে, ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বঙ্গবন্ধু ও রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
সমমনা দলগুলোর সাথে বিএনপির বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
জিয়াউর রহমান হত্যার বিচার নিয়ে বিএনপির উদাসীনতারও সমালোচনা করেন ড. হাছান মাহমুদা।