আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ-ইউএই ফ্রেন্ডশীপ ফেষ্টিভাল ২০২১

- আপডেট সময় : ০৯:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার ৫০ বছর পূর্তী উপলক্ষে আগামী ৩ ডিসেম্বর সংযুক্ত আরব-আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ-ইউএই ফ্রেন্ডশীপ ফেষ্টিভাল ২০২১।
দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অধিকতর উন্নয়ন ও বাংলাদেশ এবং ইউএই’এর ব্যবসায়ীদের মধ্যে যুগবন্ধন স্থাপনের লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হবে। এ উপলক্ষে সন্ধায় রাজধানীর এক হোটেলে মিট দ্যা প্রেসের আয়োজন করে মিরর মিডিয়া লিমিটেড। এসময় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাসুদুর রহমান জানান, অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের তারকা এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে বাংলাদেশ সরকারের দুই বা ততোধিক মন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের যুব ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানান তিনি।