আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত

- আপডেট সময় : ০৫:০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে ওই দিন অনুষ্ঠেয় বগুড়া-১, যশোর-৬ আসনের উপনির্বাচন এবং স্থানীয় সরকার পরিষদের আরও কয়েকটি ভোট স্থগিত করা হয়েছে। সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়।
এদিকে করোনার কারণে চট্টগ্রাম সিটি নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। আর অনেক দেরিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন। দুপুরে লালখান বাজার এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে মাক্স বিতরণ কর্মসুচীতে যোগ দিয়ে এই অভিযোগ করেন ডাক্তার শাহাদাৎ হোসেন। এসময় তিনি বলেন, নিজেদের প্রার্থীকে জিতিয়ে নিতে সরকারের নির্দেশে জনগণকে ঝুঁকি ও আতঙ্কের মধ্যে ফেলে নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা করেছিলো নির্বাচন কমিশন। কিন্তু জনগণের প্রতিবাদের মুখে ইসির সেই চেষ্টা সফল হয়নি। এদিকে নির্বাচন স্থগিতের পর নিজের বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, করোনা ভাইরাসের নেতিবাচক দিক নিয়ে জনগণকে সচেতন করতে বিশেষ কর্মসূচি হাতে নেবেন তিনি।