আগামী ২৫ এপ্রিল পর্যন্ত তৈরিপোশাক কারখানা বন্ধ

- আপডেট সময় : ০৯:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
করোনাভাইরাস সতর্কতায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত তৈরিপোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরিপোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি– বিজিএমইএ এবং বাংলাদেশ নিটপোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি– বিকেএমইএ।
বিজিএমইএ সভাপতি রুবানা হক এবং বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান। তারা বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে, বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানসমূহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে, এ সময়ের মধ্যে বেতন দেয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে স্ব স্ব এসোসিয়েশন এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে। এদিকে, ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এক বিবৃতিতে, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত রাজধানীর সকল বাণিজ্য বিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে।