আগামী ১৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

- আপডেট সময় : ০৮:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আগামী ১৪ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত বন্ধ রাখা হবে। চলবে ৪ নভেম্বর পর্যন্ত। দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ‘মা- ইলিশ সংরক্ষণ অভিযান, ২০২০’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ তথ্য দেন।
এসময় মন্ত্রী জানান, মা ইলিশ রক্ষায় আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে ইলিশ আহরণ নিষিদ্ধের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তিনি আরো বলেন, ‘বিশ্বের মোট উৎপাদিত ইলিশের ৮০ শতাংশের বেশি বাংলাদেশের নদ-নদী মোহনা ও সাগর থেকে ধরা হয়। সম্মিলিতভাবে ইলিশের মা বা জাটকা ধরার সম্ভাবনা রয়েছে এমন এলাকা চিহ্নিত করেছি। ইলিশ আহরণ কঠোরভাবে নিয়ন্ত্রণের কথা জানিয়ে তিনি বলেন, ‘কেউ গোপনে বা বিকল্প উপায়ে ইলিশ ধরলে তা সংরক্ষণ করতে হবে, সেজন্য ওইসব অঞ্চলের বরফকল বন্ধ করে দেয়া হবে।