আগামী সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ
- আপডেট সময় : ১২:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে আগামী সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ । আপাতত ৭দিনের জন্য এই বিধিনিষেধ মেনে চলতে হবে দেশবাসীকে।
এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। অনির্দিষ্টকালের এই ‘বিধিনিষেধ’-এ মানুষকে সচেতন করতে মাঠে নামবে পুলিশ, রেব, বিজিবি। একইসঙ্গে মোতায়েন থাকতে পারে সেনাবাহিনীও। শুক্রবার রাতে সরকারের এক তথ্যবিবরণীতে কঠোর বিধিনিষেধের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে আরও বলা হয়, জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে বের হতে পারবে না কেউ। তবে গণমাধ্যম এর আওতাবহির্ভূত থাকবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও তৈরি পোশাক কারখানা খোলা রাখতে চায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ।
















