আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয় ভর্তিতে একক পরীক্ষা নেয়া হবে : শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
আগামী বছর থেকে বিশ্ববিদ্যালয় ভর্তিতে একক সমন্বিত পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে যেভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেভাবে পরীক্ষা নেয়া হবে। এখানে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
সে পরীক্ষার মাধ্যমে জাতীয় মেধা কমিটির তালিকা তৈরি করা হবে। সে তালিকা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ভর্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ আরো অনেকেই।