আগামী পহেলা জুলাই থেকে দেশজুড়ে এক সপ্তাহর সর্বাত্মক লকডাউন শুরু হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণের ভয়াবহতা নিয়ন্ত্রণে আগামী পহেলা জুলাই থেকে দেশজুড়ে এক সপ্তাহর সর্বাত্মক লকডাউন শুরু হবে। আজ প্রজ্ঞাপন জারির কথা রয়েছে।
এসময় জরুরি সেবা ছাড়া মানুষ ঘর থেকেও বের হতে পারবেন না। এই কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ ছাড়াও সেনাবাহিনী টহলে থাকবে। ব্যবস্থা নিতে প্রয়োজনীয় ক্ষমতাও তাদের দেয়া হয়েছে। প্রয়োজন মনে হলে লকডাউন তা আরও এক সপ্তাহ বাড়তে পারে। মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করা হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শহরের গরিব মানুষকে সহায়তার ব্যবস্থা নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকশেষে সোমবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইমলাম।




















