আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা : টেপা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
আগামী নির্বাচনে ৩০০ আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। টেপা বলেন, জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারকে বিশ্বাস করে না। গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় আসবে বলেও আশা করেন তিনি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় যুব মহিলা পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানান। পরে, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।