আগামী তিন বছরে ১০ লক্ষ তরুণকে জিপি একাডেমির মাধ্যমে প্রশিক্ষণ দিবে গ্রামীনফোন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
চতুর্থ শিল্প বিপ্লবের জন্য তরুণ প্রজন্মকে তৈরি করতে আগামী তিন বছরে ১০ লক্ষ তরুণকে জিপি একাডেমির মাধ্যমে প্রশিক্ষণ দিবে গ্রামীনফোন।
বিকেলে রাজধানীর জিপি হাউজে এক অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা বলেন, বেসরকারী খাতে এই ধরণের উদ্যোগ তরুণ সমাজকে আরো দক্ষ করে বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে সহায়তা করবে। অনুষ্ঠানে গ্রামীনফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, সরকারের ভিশন ২০৪১ অর্জনে জিপি একাডেমির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিনরের এএসএর ইভিপি ও চিফ পিপল এন্ড সাসটেইনিবিলিটি অফিসার সিসিলি হিউচ, সিসকো বাংলাদেশের জেনারেল ম্যানেজার ফখরুদ্দিন আহমেদসহ গ্রামীনফোনের উর্ধ্বতন কর্মকর্তারা।










