আগামীকাল নওগাঁর রানী নগর উপজেলার উপ-নির্বাচন
- আপডেট সময় : ০৪:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর রানী নগর উপজেলার উপ-নির্বাচন। এরইমধ্যে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা ঠিক রাখতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
সকালে নির্বাচন উপলক্ষে করার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। থানা চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন সুষ্ঠু করতে সকলকে দিক-নির্দেশনা দেন পুলিশ সুপার। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬শ’ সদস্য মোতায়েন থাকবে।
এদিকে, বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচন আগামী কাল ১০ ডিসেম্বর উপজেলার ১৬টি ইউনিয়ন ও চৌমুহনী পৌরসভার নিয়ে ১৪৬টি কেন্দ্রে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ২৩৪ জন। এ নিবার্চনে মোট চার জন প্রতিদ্বদ্বিতা করছে। বিজিবি, রেব পুলিশ ও আনসারসহ সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে প্রশানের পক্ষ থেকে মালামাল নিয়ে কেন্দ্র পৌছে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপক্ষ নিবার্চন জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।



















