আগামীকাল জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রপতির স্মারক বক্তব্য

- আপডেট সময় : ০১:২২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৬১১ বার পড়া হয়েছে
শুরু হয়েছে মহান সংসদের ২২তম বিশেষ অধিবেশন। জাতীয় জীবনে এই অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তিনি জানান আগামীকাল জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হবে। সংসদে স্মারক বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭৩ সালের ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। বঙ্গবন্ধু ছিলেন সংসদের প্রথম
জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় ২২তম বিশেষ অধিবেশন।
সভাপতিমন্ডলী মনোনয়নের পর জাতীয় জীবনে ২২তম অধিবেশনের গুরুত্ব তুলে ধরেন স্পিকার।
মহান সংসদের ৫০ বছর পূর্তি উদযাপনে আগামীকালের কর্মসূচীও তুলে ধরেন তিনি।
এদিন বাংলাদেশ সরকার বেসরকারি সংশোধীত অংশীদারিত্ব বিল ২০২৩ সংসদে উত্থাপনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের মতামত জানান সংসদ সদস্যরা।