আগামীকাল চা শ্রমিকদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আগামীকাল চা শ্রমিকদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখলা চা বাগান শ্রমিকরা। জেলার সাত উপজেলায় তিনটি করে ২১টি চা বাগানে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সম্প্রচার করা হবে। এতে চা শ্রমিক ইউনিয়ন, ভ্যালি ও পঞ্চায়েত কমিটির নেতাসহ শ্রমিকরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন এই আনন্দে উদ্বেলিত তারা। এই আয়োজন সম্পূর্ণ করতে ব্যস্ত সময় পার করছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা। গেলো শনিবার চা-বাগান মালিকদের সংগে বৈঠকের পর ১৭০ টাকা দৈনিক মজুরি নির্ধারণ করা হয়।