আগামীকাল চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
করোনার দুই বছর পর ফের শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা। কাল বিকেল ৩ টায় জেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হবে বলি খেলার ১১৩ তম আসর।
এ উপলক্ষ্যে সকালে বসেছে লোকজ মেলা। অন্যান্যবার ৫ দিনব্যাপী মেলা হলেও রমজানের কারণে তিন দিন হবে। এদিকে, এখন পর্যন্ত অর্ধশতাধিক বলী এই খেলায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে দোকানিরা নানান ধরণের পণ্য নিয়ে লালদিঘীর চত্ত্বরে এসেছেন। মেলা ও বলী খেলাকে কেন্দ্র করে যাতে অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে ব্যাপারে বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ।










