আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ
- আপডেট সময় : ১১:২৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ২৬৬৮ বার পড়া হয়েছে
ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের পতাকা অবমাননা হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রংপুর ও খুলনাসহ দেশের বিভান্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
গতরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সংগঠনের ব্যানারে এসব বিক্ষোভ কর্মসূচি হয়।
হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী রাত নয়টার দিকে ক্যাম্পাসের বটতলা থেকে মশাল মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরসহ কয়েকটি সড়ক ঘুরে আবার বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
রংপুরে যৌথভাবে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাত আটটার দিকে নগরের প্রেসক্লাব চত্বর থেকে মিছিল শুরু হয়। পরে বক্তারা বলেন, ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে।
খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত সাড়ে নটার দিকে খুলনার জাতিসংঘ পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর শামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে যায়। এর আগে সন্ধ্যার দিকে খুলনাস্থ হাইকমিশন অফিসের সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন করে নিরাপত্তা জোরদার করে প্রশাসন।





















