আখেরি মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

- আপডেট সময় : ০২:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
আখেরি মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতের সময় লাখো মুসল্লির ‘আমিন’ ‘আমিন’ ধ্বনীতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ইজতেমা ময়দানসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা।
টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে বেলা সোয়া ১১টায় শুরু হয় আখেরি মোনাজাত। এতে লাখো মুসল্লি অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ। মোনাজাতে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে পুরো টঙ্গী ও আশপাশের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। এর আগে, আখেরি মোনাজাতে শরিক হতে রাজধানী ঢাকা, গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে তীব্র শীত উপেক্ষা করে লাখ লাখ মানুষ ছুটে আসেন ইজতেমা ময়দানের দিকে। উত্তরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা দক্ষিণে বিমানবন্দর থেকে টঙ্গীমুখী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হয়। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা। মোনাজাত শেষেই টঙ্গি থেকে বিভিন্ন পথে নিজ নিজ গন্তব্যে ছোটেন লাখো মানুষ।