আওয়ামী লীগ সরকার শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নে তেমন কোন ভুমিকা রাখেনি

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নে তেমন কোন ভুমিকা রাখেনি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি। এসময় তিনি জানান, বিএনপিই প্রথম শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন শুরু করেছিল। এসময় শ্রমিকদের ন্যায্য মজুরি কাঠামো এবং কর্মক্ষেত্রে ৮ ঘন্টা সময় নিশ্চিতে সবাইকে কাজ করার আহবান জানান তিনি। পোশাক শ্রমিক এবং প্রবাসীদের পাঠানো অর্থের উপর দেশের অর্থনীতি সিংহভাগ নির্ভর করছে বলেও উল্লেখ করেন নজরুল ইসলাম খান।