আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আবদুল কাদের মির্জা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বসুরহাটের পৌর মেয়র আবদুল কাদের মির্জা।
দুপুরে নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন। এছাড়াও ভবিষ্যতে কোনরকম নির্বাচনেও অংশ নেবেন না। থাকবেন না-দলীয় পদের দায়িত্বেও। এদিকে,বসুরহাটে যুবলীগকর্মী আলাউদ্দিন হত্যার ঘটনায় কাদের মির্জাকে প্রধান আসামি করে দায়ের করা অভিযোগ তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছে নোয়াখালী সাব জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।