আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছেঃ প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
পৃথিবীর খুব কম দেশে রাজনৈতিক দলগুলো মানুষের পাশে দাঁড়ায়। সেই তুলনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো আর্ত মানবতার সেবায় সব সময় কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষীকির অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে কাজ করছে সরকার। দেশে এই উন্নয়নের ধারা ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ আওয়ামী সেচ্ছা সেবকলীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভেনিউ-এর দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, একজন রাজনীতিবিদের সব চেয়ে বড় কাজ হল জনগণের পাশে থেকে কাজ করা।
মানবেতার সেবায় সেচ্ছাসেবক লীগকে আরো বেশি কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এছাড়া, গ্রাম পর্যায়ে টিকা দান কর্মসূচিতে দলের নেতা কর্মীদের সম্পৃক্ত থাকার আহ্বানও জানান। এইদিকে, দিবসটি উপলক্ষ্যে সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতা কর্মীরা।