আওয়ামী লীগ এবার স্থানীয় সরকার নির্বাচনও লুট করে নিয়ে যাচ্ছে

- আপডেট সময় : ০২:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ এবার স্থানীয় সরকার নির্বাচনও লুট করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধান নির্বাচন কমিশনাসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। এসময় মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশনের পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বর্তমান কমিশন দেশের কোথাও নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল নির্বাচন কমিশন ও বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন। তা না করলে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি নেতারা বলেন, দেশের বিশিষ্টজনরা সিইসি’র বিরুদ্ধে অনাস্থা আনার পরও তা গুরুত্ব দেয়া হয়নি। তারা দাবি করেন, শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করা গেলে গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত হবে। প্রধানমন্ত্রীর ইচ্ছার কাছে বর্তমান নির্বাচন কমিশন তার আত্মাকে বিক্রি করেছে।