আওয়ামী লীগে মুক্তভাবে কথা বলার অধিকার সবার আছে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
- / ১৬২০ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের বিষয়ে সাবেক মেয়র সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন, তা তাদের ব্যক্তিগত বিষয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
দুপুরে তথ্য মন্ত্রণালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নোয়াখালীতে মির্জা কাদেরের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগে মুক্তভাবে কথা বলার অধিকার সবার আছে। তার বহিঃপ্রকাশ হচ্ছে মির্জা কাদেরের বক্তব্য। তথ্যমন্ত্রী বলেন, যেদিন বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে, সেই দিনটিতেও বিএনপি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আদৌ বিশ্বাস করে কিনা, সেটা নিয়ে যে জনমনে প্রশ্ন আছে।










