আওয়ামী লীগের সম্মেলনে পুলিশের সামনেই ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে কুপিয়ে খুন
- আপডেট সময় : ০২:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের খুরুশকুলে আওয়ামী লীগের সম্মেলনে পুলিশের সামনেই ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে কুপিয়ে খুন করেছে সংঘবদ্ধ চক্র। হামলার আশঙ্কায় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে আশ্রয় নিয়েছিলেন তিনি। জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন নেতারা।
গতকাল সন্ধ্যায় খুরুশকুলের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল করিম মাদু জানান, খুরুশকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল। তার ওপর হামলার আশংকার কথা আওয়ামী লীগ নেতাদের জানান তিনি। নেতারা ফয়সালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ডেকে ঘটনাস্থল ত্যাগ করেন। এস আই রায়হানের নেতৃত্বে পুলিশের ৩ সদস্য তাকে অটোরিকশা করে সরিয়ে নেয়ার সময় সংঘবদ্ধ চক্রটি হামলা চালায়। এতে ফয়সাল নিহত এবং অন্য ৪ জন আহত হন। কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন অভিযোগ করেন, ছাত্রলীগ নেতার প্রাণ রক্ষায় ব্যর্থ হয়েছে পুলিশ।























