আওয়ামী লীগের বাধার মুখে জেলায়-জেলায় বিএনপি’র প্রতিবাদ কর্মসূচি

- আপডেট সময় : ০৫:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
পুলিশি বাধার মুখে জেলায়-জেলায় জ্বালানি তেল ও দ্রবমূল্যের উর্ধ্বগতি এবং গুম-খুনের প্রতিবাদে বিক্ষোভ করছে বিএনপি। ফেনীতে বিএনপি ও ছাত্রলীগের মধ্যকার উত্তেজনা নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ ও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আহত হন পাঁচ জন।
ফেনীর সোনাগাজীতে একই এলাকায় বিএনপি’র বিক্ষোভ ও কলেজ ছাত্রলীগের দোয়া মাহফিল ঘিরে উত্তেজনা দেখা দেয়। বিএনপি বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের জিরো পয়েন্টে পৌঁছলে ৪০ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জরো হয়ে জিরো পয়েন্টে অবস্থান নেয়। পরে, ঝটিকা মিছিল করে। দু’দলের কর্মসুচিকে কেন্দ্র করে সকাল থেকেই বন্ধ রয়েছে বাজারের দোকাট পাট, শপিংমল।
নাটোর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নলডাঙ্গা উপজেলা বিএনপি। দুপুরে নলডাঙ্গা হাই স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষার জন্য সবাইকে জেগে উঠতে হবে। রাজপথের আন্দোলনের মাধ্যেমে সরকার পতনে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। দুপুরে ইলমদী এলাকায় কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।